কবিতার নাম: নীরব নগরী
কবি কনক প্রভা বকসী


যে নগরে ছিল কোলাহল নিয়ে
সে নগরী স্তব্ধ
কোনোদিন পাই নাই এই অবসর
করোনা এনে দিলো
নগর তুমি একাই থাকো
তোমার রাস্তায় আঘাত দিয়ে
হাঁটবে না
কারো সাথে কারো ধাক্কা খেতে
হবে না
সড়কে প্রাণ যাবে না
মানব জাতির এই অবসর
আর কয়দিন
বাড়ি তাহলে বন্ধু হচ্ছে
বাড়ি মিটাবে মনের সাধ
নীরব হয়ে থাকো নগরী
কয়েকদিনের জন্য।।