অন্তরে দগ্ধ অনল
কবি কনক প্রভা বকসী


মনে অনেক দুঃখ
কষ্ট নিয়ে বেঁচে আছে
ছিলেন একদিন পরিবারের সবাইকে নিয়ে
আজ‌‌ সে একা কোথায় হারিয়ে গেল..?
চোখের নিমিষে কাউকে দেখতে পারছেনা।
অনেক কথা মনে পড়ছে,
একা একা গুমড়ে কাঁদছে..!!
কে সান্তনা দিবে..?
সবাই চলে গেছে না ফেরার দেশে,
যিনি আছেন,তিনি আর কি নিয়ে থাকবেন?
পৃথিবী এমন এক স্থান,
কেবল দুঃখ বেদনায় ভরা;
সুখ হাসি বেশি সময় থাকে না
কোথায় হারিয়ে যায়..?
দেখা যায় না,দুঃখ শেষ হয়না।
ঘুরে ঘুরে তাঁর দেখা বেশি পাওয়া যায়
তিনি যখন চলে যাবেন..!!
ওই দিনেই তার অন্তরের অনল শেষ হবে।


রচনা কাল: ১২-০৮-২০২০
সময়: রাত্রি ১১:০০
দিনাজপুর