অশ্রু জলে সাগর
কবি কনক প্রভা বকসী

ভয়াবহ লঞ্চডুবি হয়ে গেল
বুড়িগঙ্গা নদীতে ডুবে সব মারা গেল
স্বজনের বুকফাটা আহাজারি আর
কান্নার রোল যেন থামছে না।।

কিভাবে এত আপনজন হারিয়ে গেল?
চোখের নিমিষে কিছুক্ষণ আগেই
বাড়ি থেকে বিদায় নিয়ে এলো
যাবে তাদের গন্তব্য স্থানে ..!!

পৌঁছা আর হলো না, কত কষ্টে হাবুডুবু খেয়ে
একে অপরকে জড়িয়ে..!!
জীবনটা কোনমতেই চলে গেছে।।

এখন কেবল নদীর তীরে লাশের সারি
কি জীবন ভেবেছিল আজ তাদের?
কিছুক্ষণের মধ্যে জীবন প্রদীপ নিভে যাবে!!
দুনিয়াটা এরকম কেবল দুঃখ-যাতনা কান্নায় ভরা।।

কবে সুখ হবে..?
ওই দুঃখের দিনগুলি এখন সুখ
সুখ চাইনা সুস্থ চাই..!!
জীবনে একটু ভালো বাঁচার আশা।।