পথ হারানো পাখি
কবি কনক প্রভা বকসী


পাখি বাসা ছেড়ে দিকবিদিক
সর্বদা ছোটাছুটি করছে
আর কিচিরমিচির শব্দ করছে
কি যেন বলতে চাইছে।


তার যে কি হয়েছে..?
মানুষ তা বুঝতে পারছে না
কারণ পাখির ভাষা মানুষের জানা নাই
মানুষ ব্যাকারণ পড়ে বই পড়ে।


অনেক ভাষা শিখে..
কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাখির ভাষা
শেখানো হয় না..!!
তাই মানুষের অজানা।


মনে হয় পাখির বাসা থেকে
তার বাচ্চা চুরি হয়েছে
তাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে
কোন নিষ্ঠুর ব্যক্তি তার বাচ্চা নিয়ে চলে গেছে।


ঘরে খাঁচায় বন্দী করেছে
পাখি বুঝবে কি করে..?
সেই অন্দরমহলে আছে..!!
জানতে পারলে বাড়ির গেট।


ছোট্ট নরম ঠোঁট দিয়ে কেমনে ভাঙবে..?
পাখির সব গেলো...!!
সে এখন পথ হারানো পাখি
যতক্ষণ জীবন আছে খুঁজেই যাবে।।