পথের দাবী
কবি কনক প্রভা বকসী


জনপথটা এখন ফাঁকা ফাঁকা
আর আগের মতো কোনো লোকজন
যাওয়ার সমাগম নাই
এই পথ দিয়ে যেত অরুণ বরুণ।।


মুকুল বকুল ছায়াবীথি আর অনেকে
কাউকে কেন দেখি না
তারা গেলো কোথায়..?
কোথায় আছে আজ তারা..?


জনপথ বলে..আমাদের মনটা খারাপ লাগে
কত হাসি গল্প হেলেদুলে রাত্র দিন
এই পথ দিয়ে যেত
কেন যায়না বলো না তোমরা...?


জনপথ শুনলে হতাশ হবে
দুঃখ পাবে তারা আজ পৃথিবীতে নাই
করোনার আক্রমণে অকালে প্রাণ হারাতে হয়েছে
অকালে সকালে যখন তখন চলে যেতে হচ্ছে।।


আমাদের পথ দিয়ে তাহলে কে হাঁটবে..?
আমরা কি নিয়ে থাকবো..?
জনপথ বলে আমাদের মৃত্যু নাই
কেউ গ্রাস করতেও পারবে না।।


এতদিন পর খবর পেলাম
অরুণ বরুণ তারা আজ চলে গেছে
ফিরবেনা আর তাহলে।।