পথের ধারে কেন?
কবি কনক প্রভা বকসী


পথে কেন বসে,পথেই আমার সম্বল
বাড়ি থেকে কেড়ে নিয়েছে
আমার আদরের সন্তানটি..!!
বলে তুমি এইখানেতে বসে থাকবে।


মৃত্যুর সময় ধরে...
ফিরে নিবো না তোমাকে আর
জঞ্জাল আর আবাসিকে রাখতে চাইনা
বৃদ্ধ অচল বাড়িতে মানায়না।


পথেই বসে থাকো..
হৃদয়বান দয়াবান আসবে যখন এই পথেতে
তোমার বাসস্থান করে দিবে ..!!
ভালো এক জায়গাতে,তখন তুমি স্বস্তি পাবে।


চিন্তা থাকিবেনা...
ভাগ্য যদি খারাপ হয়,
পদদলিত হয়ে জীবন যদি যায়
করার কিছুই নাই।


সমাজের এই অসঙ্গতিতে,শিখিয়েছে মনটারে
চাইনি আমি রাখতে তোমায়,
পৃথিবীর বাতাস বইছে উল্টোদিকে
তোমায় রেখে আমি কি থাকবো পরমসুখে..?
ধুঁকে ধুঁকে কুঁড়ে কুঁড়ে মনটা খাবে
আমার নিরব ঘাতকেরা।


রচনাকাল: ২৬-০৮-২০২০
রাত্রি: ১২:২৫
দিনাজপুর