পথচারীর হাতে একটি লেবু
কবি কনক প্রভা বকসী


বসে আছে সবজি বিক্রেতা
যাচ্ছে...পথিক বিক্রেতার সম্যক দিয়ে
ডেকে বলে ওগো পথিক পার্থজ্যোতি!!
এই নাও.. একটি কাগজি লেবু খেয়ে শরবত করে।
কেন আমায় দিবেন, বিনা দামে একটি লেবু ।
যদিও দাম দিয়ে কিনেছি এই লেবু
তবুও তোমায় দিলাম এই করোনার দিনে।
খেলে পাবে উপকার,খেতে চাইবে প্রতিদিন এই লেবু
ভাবছে বিক্রেতা লেবু খাওয়ার অভ্যাস আছে কি নাই?
তাই তারে হাতে দিলাম তুলে লেবু একখানি
ইহা হতে উপকার পাবে সকলেই..!!
গল্পটা যখন পৌঁছবে সবার কানে কানে..
তারাও খেতে চাইবে এই উপকারী লেবু।
লেবু বিক্রেতাকে জানাও সম্মান
এর মত হতে চাও এই দুনিয়ার মাঝে।।