শরৎ চলে গেলো
হেমন্ত চলে এলো
প্রকৃতি এখন নীরবে আর
বন্যা বৃষ্টির তাণ্ডব চালাবে না।

বর্ষা মৌসুম থেকে এতদিন
খুব তান্ডবে ছিলো
এখন সে ক্লান্ত
নিজেও শান্তিতে থাকবে।


মানুষকে শান্তিতে রাখবে
প্রকৃতি নিজে করতে চায় না
ঋতু তাকে যোগান দেয়
তখন প্রকৃতি করতে বাধ্য।


হেমন্ত ঋতু এত অস্থির না
তাই প্রকৃতি নিরব
হেমন্ত আনবে হালকা শীত
ফুরফুরে বাতাস।


নতুন আমন ধান
নবান্ন, নতুন ধানের পিঠা পায়েস
রবিশস্য বিভিন্ন নতুন ধরনের
শাকসবজি যা বাঙালি খাবে মন ভরে।


প্রহর গুনছে
কবে পাবে হাট-বাজারে
নতুন ধরনের শাকসবজি
ঘুরে ঘুরে আসবে বছর,
দেখা দিবে সময়ে সময়ে।।


রচনাকাল: ১৭-১০-২০২০
সময়: দুপুর ১২:৪৫ টায়
দিনাজপুর