কবিতার নাম: রেখে গেলো                                    
কবি কনক প্রভা বকসী    
                          
রেখে গেলো বাড়ি
রেখে গেলো গাড়ি
চলে গেলো...
পর পারের দেশে!!
থাকবে এখন নিশ্চুপ হয়ে
দেখবে না যে কেউ...
শত ডাকেও উত্তর পাবে না
এই ভূবন মহলে...!!
কি এই ধরাধাম?
পৃথিবী এমন কেন হয়?
জীবন নিয়ে এত কেন?
রদবদলের পালা
আমার আমার করে তবে
লাভ হলো কি..?
যাবার বেলায়...
থাকলো গাড়ি
থাকলো বাড়ি
চোখ দুটি বন্ধ করে
চলে যেতে হলো।।