বিজয় আসছে হেঁটে হেঁটে
চলে আসবে ষোলই ডিসেম্বর
বাঙালি পাবে প্রাণ ফিরে!
বলবে বিজয় তুমি এতদিন কোথায় ছিলে..?
আমাদের কত প্রাণ নিলো,
সেই হিংস্র শত্রুরা।
আশা ছিলো সব বাঙালি দেখবে,
এই অনন্ত বিজয়;
সুন্দর শস্য শ্যামল ভরা!
মধুর দেশটা।
তাঁরা আজ মাটির নিচে,
কোন বন জঙ্গলে পাহাড়ের ধারে;
কত জীবন খেয়ে ফেলেছে?
টুকরা টুকরা করে।
এখনো খুঁজে আপন তাহারে,
কোথায় খুঁজে পাবে.?
আছে কি.?
পাবে তাঁহারে দেখবে নয়ন মেলে
আনতে চাই খুঁজে তাহারে;
দেখাবে এই বিজয়টা ।।


রচনা কাল: ০১-১২-২০২০
সময়: রাত্রি ১১:৪৫ টায়
দিনাজপুর।