কবিতার নাম: শিশুর কেন প্রাণ দিতে হবে?
কবি কনক প্রভা বকসী


পিতা-মাতার প্রতিশোধ
নেই যে শিশুর ওপর
হরণ করে নিয়ে যায়
নিঃসংশয় হত্যা করে।


বিশ্ব শুনে কাঁপে..!!
এভাবে যদি শিশুর ওপর
চলে নির্যাতন।


তবে তাহলে দিনে দিনে..
মানব প্রাণীর ঘাটতি হয়ে যাবে।
শিশু থেকে মানব প্রাণীর
রাস্তা তৈরি হয়।


মানবজন্ম সদাসর্বদা
ধরে রাখতে হবে।
নইলে ঘাটতি হয়ে যাবে!
ডাইনোসর আদিম প্রাণী।


বিলুপ্ত হয়েছে বহুকাল আগে
ইহার মত হয়না যেন
রুখে দাঁড়াও সবে।।