শুভ জন্মাষ্টমী
কবি কনক প্রভা বকসী


২০২০ সালের শুভ জন্মাষ্টমী এসে গেলো
ভাদ্র মাসে অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে
ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়,তিথি রদবদলের জন্য
কোন বছর শ্রাবণ মাসেও জন্মষ্টমী হয়ে থাকে।


বসুদেব ও দেবকীর অষ্টম গর্ভের সন্তান
শ্রীকৃষ্ণের জন্মের অনেক কাহিনী আছে
জন্মিলেন মথুরায় পিতা বসুদেব গোকুলে
পালক পিতা নন্দ ঘোষের বাড়িতে রেখে এলেন।


কংস রাজা শ্রীকৃষ্ণের মামা
জানলে শ্রীকৃষ্ণকে মেরে ফেলবে
একে একে বোন দেবকীর সাতটি
সন্তান মেরে ফেলেছে..!
বোনের বিয়ের পর মথুরার কারাগারে।


দেবকি ও বসুদেবকে আটকিয়ে রাখে
কংস জানতে পেরেছে অষ্টম গর্ভের সন্তানের
হাতে তার মৃত্যু হবে, মথুরার অত্যাচারী রাজা
১২ বছর বয়সে শ্রীকৃষ্ণ কংসকে বধ করে।


সারা বিশ্বব্যাপী প্রতি সনাতন ধর্ম অবলম্বীরা
ঘটা করে জন্মাষ্টমী পালন করে থাকেন
কৃষ্ণের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা আছে
মন্দিরে মন্দিরে ভক্তরা কৃষ্ণের নাম কীর্তন।


এর মধ্য দিয়ে জন্মষ্টমী পালন করে থাকেন
ঢাকেশ্বরী মন্দিরে‌ও অনেক ঘটা করে পালন‌ হয়ে থাকে
সর্বস্তরের মানুষ এই ঊৎসবে উপস্থিত থাকেন এবং
ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানান ।


শুভ দিনে শুভ তিথিতে পালিত হয় ভক্তিভরে
বিশ্ববাসী সুখে থাক এই কামনা করে
প্রভুর পাদপদ্মে ভক্তি রেখে গেলাম এবং
প্রতি বছর ঘুরে ঘুরে আসে যেন
এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।।