সবুজ মাঠটা ভরা সোনার ধান
কৃষক মাঠের ধারে দাঁড়িয়ে
এক ধ্যানে দেখছে..!!
সূর্যের প্রখর রোদ পড়েছে।


রোদ যেন ঝলকানি দিচ্ছে
একটু পর রোদ চলে যায়
তখন কৃষক রোদ থেকে
সামান্য রেহাই পাচ্ছে।


বুকভরা আবাদে মন
খুশিতে ভরে যায়
রোদে মাথাটা পুড়লেও..!!
কিছু মনে করছে না।


ভাবছে ফসল আমার জীবন
কবে তুলব ঘরে..?
মনে মনে দিন গুনছে
প্রবাদ আছে,
" শীষ দেখলে বিশ দিন
কাটা মাড়াই দশদিন"

কৃষকের এখন এক মাসের অপেক্ষা
আস্তে আস্তে একপা দুপা করে
মাঠ থেকে‌ সরে এসে
বটের ছায়ায় বসে অনেক কিছু
ভাবার পর বাড়ি ফিরলেন।।