সরস্বতী পূজা বিদ্যা পূজা
শ্বেত বস্ত্র পড়ে
পদ্মে বসে সঙ্গে হংস নিয়ে
দেবীর চারটি হাত।


দুই হাতে বীণা ধরে
ডান হাতে পদ্মফুল.!!
বাম হাতে বেদ
হিন্দু ধর্মাবলম্বীরা দেবীকে,
ফুল ফল দিয়ে পূজিত করবে।


দেবীকে জানাবে অশেষ ভক্তি
সবার কণ্ঠে বাকশক্তি দিবে
প্রতিবছর আসে দেবী
বাকশক্তি দেওয়ার জন্য।


দেবীকে নমস্কার
।। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমোস্তুতে।।


তারিখ: ০৪-০১-২০২২
বাংলা: ২২ শে মাঘ, ১৪২৮
সময়: রাত্রি ৪:৩০ টায়
দিনাজপুর।