স্মৃতির বিলাপ
কবি কনক প্রভা বকসী


পরিবারের জন্য তৈরি হয় স্মৃতির বিলাপ,
কোন দুর্ঘটনা আকস্মিক মৃত্যু হলে..!!
আপন জন ফিরে আসে না;
বারবার তার কথা মনে করে আর‌
লুটিয়ে লুটিয়ে বিলাপ করতে থাকে।


বুকফাটা আহাজারি সান্তনা দেবার
ভাষা খুঁজে পাইনা;
কী সান্তনা দিবে..?
সে ছিল আশার আলো..!!
সংসারের দায়ভার গ্রহণ করত।


তারপর তারা উপর বেঁচে ছিল,
অকালে চলে যাওয়াতে,সব চুরমার হয়ে গেলো,
স্মৃতির বিলাপ তাদের সঙ্গী;
কখনো‌‌ চুপচাপ কখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে..!!
আবার কখনো চিৎকার করে বিলাপ।


এমন দিন কেন‌ যে হলো..?
বাঁচবে কি করে..?
সৃষ্টি বাঁচাবে সব আবার সয়ে যাবে,
চুপ হয়ে যাবে ভিতরে,অনেক ভাবনা আসবে।


বুঝবে দুনিয়া এইভাবেই চলে
অনেকের ক্ষেত্রে এমন ঘটনা হয়ে
তারা সামাল দিয়ে বেঁচে আছে;
তাদের দিকে তাকিয়ে বুঝবে।


রেলগাড়ি আসে সংকেত দেয় ঘন্টা বাজে
বিপদের কোন‌ সংকেত ‌নাই..?
হঠাৎ বিকট শব্দে মুহূর্তে..!!
সব চুরমার ছিন্নভিন্ন।


ভষ্মিভূত অঙ্গার যেন ছাই হয়ে যায়
তাই সতর্ক হবে কি করে..?
জীবনের সাথে এত কিছু হতেই থাকে
জীবন একটি সোনার জিনিস..!!
সহজেই ছিনিয়ে নিয়ে যায়।

মূল্যবান তাই এত কদর
এই জিনিসের প্রতি খুব কুদৃষ্টি সুদিষ্টির অভাব
দৃষ্টি ভালো হলে, এমনটা হতো না..!!
যাওয়া-আসার ধাক্কাধাক্কি সামলে নিতে হবে।।


রচনা কাল: ০৬-০৯-২০২০
সময়: ১১.৫০
দিনাজপুর