কাছে এসো না
এলেই মরণঘাতী ব্যাধিতে
মরতে যেতে হবে;
চলবে না আর..!!
কারো সাথে ঘেঁষাঘেঁষি।
সব থাকো দূরে দূরে
মা থাকো মায়ের কাছে,
বাবা থাকো বাবার কাছে;
ভাই থাকো ভাইয়ের কাছে।
বোন‌ থাকো বোনের কাছে;
আর নয় কাছাকাছি..!!
আমি থাকি আমার মতো,
সব যাও দূরে চলে;
এখন এমন এক রোগ..!!
সঙ্ঘবদ্ধ হয়ে থাকতে দিচ্ছে না
সবার সাথে সবাইকে;
বিচ্ছেদে পরিণত করেছে।।


রচনা কাল: ১৪-১১-২০২০
সময়: রাত্রি ২:০০ টায়
দিনাজপুর।