ভাদ্র মাস
কবি কনক প্রভা বকসী


এসে গেছে ভাদ্র মাস
শরৎ ঋতুর একটি মাস
এখন সে আদর নিবে
বেলা ছোট হতে শুরু করে।


শ্রাবণের চেয়ে দিনকে
একটু কম ধরে রাখে
তাই তার আদরের শেষ নাই
কর্মজীবীরা কেবল অস্থির।


বেলা তাড়াতাড়ি ডুবে যাচ্ছে
এই মাস আবার..!!
অন্যদিকে জ্বালিয়ে মারে
তীব্র গরম সহ্য করা কঠিন।


প্রাণীকুল হাঁপিয়ে উঠে
বছরে বারটি মাস
এক একটি মাসের
এক একটি রূপ ধারণ করে।


জীব সকলকে বুঝিয়ে দেয়
একটি মানব জীব
ষাট সত্তর আশি যতটুকুই
আয়ু কাল পর্যন্ত পৃথিবীতে থাকে।


প্রতিবছরে প্রত্যেকটি মাসের
আচরণ মনে আছে
তাই ভাদ্র এলে সবাইকে
মনে করিয়ে দিবে।