ভাসমান পৃথিবী
কবি কনক প্রভা বকসী


চারিদিকে বানের জল
সারা দুনিয়া যেন জলের উপর ভাসছে  
ডাঙ্গা ডোবা উঁচু নিচু সব যেন একাকার
মনে হচ্ছে এ যেন এক পদ্মা নদী।।


মানুষের কোন ঠাই নাই
কোথায় থাকবে তারা..?
খুব করুণ অবস্থা..!!
দেখলে হাহাকার করা ছাড়া কিছুই নাই।।


আগে দুই একটা জেলা প্লাবিত হতো
এখন জেলাকে জেলা ভেসে যাচ্ছে
সবকিছুই বেশি হচ্ছে..!!
কপালে দুর্ভোগ লেখা আছে।।


কি করবে মানুষ আজ দিশেহারা..?
একদিকে করোনার থাবা
অন্যদিকে ভেসে যাওয়া
এজন্য অকূল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে।।


মানব প্রাণী থাকে ডাঙায়
কুমির থাকে জলে
কুমির জলে ডুবে মরে না
মানুষ জলে ডুবে মারা যায়।