ভেসে যাচ্ছে পৃথিবী
কবি কনক প্রভা বকসী


অবিরাম বর্ষণ থামা নেই
অনবরত প্রবল বৃষ্টি হয়েই চলেছে
সব ডুবে একাকার পৃথিবী
যেন জলের উপর ভাসছে।


কোথায় দাঁড়াবে যত জীব আছে..?
কোথায় ঠাঁই হবে..?
বৃষ্টির রাগ মাটিতে ঢেলে দিচ্ছে
শরৎকালে এমন বৃষ্টি...!!
সবাই খুবই কম দেখেছে।


বৃষ্টিকে থামানোর জন্য কোনো দেবদ্বিজর
দোহায় খাটে না
নিজ থেকেই থেমে যায়
কি তার মনের ক্ষোভ থামতে চাচ্ছে না।


যখন থামবে তখন সব
শেষ করেই থেমে যাবে
ক্ষতির মধ্যে পড়ে যাবে মানুষ
অভাব দেখা দিবে অনাহারে
জীবন যাবে।


সুখের চিন্তা করতে করতে
কতদিন আর তাকিয়ে থাকবে
ততক্ষণে জীবনের অবসান ঘটবে।।


রচনা কাল: ২৬-০৯-২০২০
সময়: রাত্রি ৩:১০ মিনিট
দিনাজপুর