আরে মশাই ভাই কারে কও
ভাই বললে ভেতরটা
কেমন ঠেকে ওঠে ।
ভাই কইওনা ভাই কইওনা
তোমার যে একুশ
আমার ষাট এর কাছাকাছি
লাউডগা আর কুমড়ো ডগা কি এক হয় ?
পদ্মার ইলিশ আর পুঁটির
দাম কি এক হয় কোনদিন ?
হরি হরি, রাম রাম
তবা তবা_ _
যে আল্লাহ সেই ভগবান ।
সুবুদ্ধি দিও এদের বিধাতা
সালাম করি তাদের ভালোবাসা
যারা চোখ বুজে পাড়ি দেয়
নীল তারার দেশে;
চাইলে জীবনও দিতে পারে নিমেষে ।
সেটা জেহাদ নয়; ভালোবাসা ।।
ভালোবাসা মানে, _
                   এক নদীর দুই পার ।
ভালোবাসা মানে,_
              তাকে খোঁজা চোখের অগোচরে রাখা ।
ভালোবাসা মানে,_
                   দুই মনের এক বাশির সুর ।
ভালোবাসা মানে,_
                  একে অপরের কাছাকাছি ।
ভালোবাসা মানে,_
                 পারে নীড় বাধা ।
ভালোবাসা মানে,_
                    একসাথে মরণকে পরাস্ত করা
সত্যের জয় জয় গান করা ।।


রচনাকাল-16/05/21
10:00pm