সবুজ মাঠে প্রেমে পড়েছি
কাজল টানা চোখ
হাতে আবার মেহেন্দি পড়া
সদ্য ভূষণ বৌ ।।


মাঘ মাসের শেষে
পিপলন মাঠে,
মস্ত বড় খেলা
লোকের ঢলে
মোর সিক্ত হৃদয় ঘনঘটা ।।


সখী প্রীত রূপ মজেছে
মোর ওই নয়নে,
মোহ বিনা মায়াজাল
ভেষে যায় নোঙ্গর ।।


ধরে জানে গাঁথে মালা
যেটা করতেছি, ঠিক কিনা ?
ভাবে বুঝি পিছন ফিরি পাঠশালা ।।


কঠোর প্রাণে মুখ ফিরি
আগমন উল্টো রথে
কে যেন পিছন থেকে ডাকে,
এই শোন!...
9817,  880612
(নয় আট সতেরো
অষ্টআশি শূন্য ছয় বারো)


Call me রাত এগারো ।।


রচনাকাল -14/02/2023