নৌকাটা আজ গভীর সমুদ্রে
চতুর দিকে জল আর জল
ভাসমান এই নৌক;
যেন গরম তেলের উপর
জ্বলন্ত পিপীলিকা ।
বাঁচার লড়াই লড়ছে
চিৎকার করছে; ডাকে ডুডুমার
জলপ্রপাত ।
এক সময় লড়াই শেষ
হয় সে জয়ী, নচেৎ পরাজয়ী
স্বপ্ন হারা স্বদেশভূমি ।।


জয় পরাজয়ের সংবর্ধনা
হাজার সিঁড়িরও মাঝে
উঁচু-নিচু স্তর;
রাজনীতির দোকানে যেন
'চায়ের ভার' ।।