(শ্রী রমেশ চন্দ্র সাঁই আজ আমাদের মধ্যে নেয় ।
পরলোক গমণ করেছেন ০৯/১০/২০১৩ তারিখে ১২ঃ২৫  pm ।
আমরা সকলে মিলে তাঁর আত্মার শান্তি কামনা করি ।
আমার এই কবিতা বাস্তবায়িত তাঁকে ঘিরে।)


        


      আমি তাকে চিনি
  লোকে তাকে যাই বলুক
        বলিব তাকে
            বীর ।
  সে অসত্যকে সত্য করে
       দিল বলিদান
  লোকে যাতে নাহি চেনে
      করিল বিষপান
        মরিব বলে  
     যাইল বর্ধমানের
  দেওয়ান দীঘির মোড়ে;
    করিল ক্রয় সপ্তবিষ  
   শেষ পর্যন্ত হল মরণ
       এই সেই ...
    মায়া ভালোবাসা
      দেখিয়ে দিল
       সে যে বীর
     বীরত্ব দেখাল ।।


রচনাকাল - ১০/১০/২০১৩  ০৮ঃ৩০ pm