বর্ণের রঙ গোলাপি হলে
হলুদ রঙের কবি
বর্নহীন মিঠ বাতাস
গ্রাম্য তার পারি ।
তাল কোঠারির লতাপাতা
সাদা রঙের মন
শিশুই তার আপনজন
নয়কো নয় মনন;
বৃদ্ধ হলেও আপন বলে
ছিলনা মোর কেহ
ভাগ্যদেবীর দীক্ষিত পেলে
শিথিল হবে দেহ ।
কাঠ চন্দনের আশা ছিল
জুটিবেনা আর
মৃত্যুর স্বমুখে
যাহা পাইবে
দিও চিতাই ।।


রচনাকাল -৫/১০/১৩
সময়ঃ০৮ঃ০০ pm