জন্মেছি ছেঁড়া কাঁথায়
পর্ণ কুটির, লতায় পাতায় ঘেরা
বাবা মায়ের চোখে ঘুম নেয়
সন্তান যেন এক মুঠো 'ভাত' পায় ।।


আজ চাপেনি অন্ন, উনুনের উপর
শুধু ফোঁটায় জল ।
দোলা চলে বুঝবে তারা
'ভাত' যে হয় ।।


অভাগা মা, শুধুই বোঝায়
রান্না হচ্ছে বাবা; হলেয় নামিয়ে দেব
পাতে, বেড়ে দেব 'ভাত' ।
ক্ষুধার জ্বালায় কাঁদে শিশু; রান্না ঘরে
আর কতক্ষন রান্না মা; তোমার শেষ হবে ।
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে
ভুলে যায় দাওয়া
ঘরে তার চাল নেয়; কেমন হবে খাওয়া ।।


রাস্তাটা আজও বন্ধ, করোনায়
কেমন করে টানিবে রিক্সা
লোক বিহীন পথচারীর
হাল খাতা রিক্সা ।।


রচনাকাল:05/11/20
10:00 pm