চলো এবার সভ্যতার পাটাতন পাল্টে দিই
গুড়িয়ে দিই ওই রক্তাক্ত শাসকের লাল হাত ।
প্রসব যন্ত্রনা থেকে মুক্তি চাই
ভারত মায়ের কোঁক ।
বস্তা বন্দি আজ, ঐ আজব কাপড় খানা
লাল রক্তেয় গেছে ভরে,
সাম্রাজ্যবাদী আজ ডরাই
লাল দর্পনে ।
না জানি কত বন্দুকের ঘাতে
রক্ত ঝরে চলেছে মাটির বুকে
আজ চাইনা ঐ শাসকের সাম্রাজ্য
চলো পাল্টে দিই কাঠের পাটাতন ।।


আজ শাসকের পিঠ ঠেকেছে দেওয়ালে
তাইতো নারীর মান রাখতে পথে নামে ।
যে শাসক নারীর সম্মান মাটিতে লুটায়
নারীর নিরাপত্তা দিতে ব্যার্থ ।
যার ছত্র ছায়ায় আশ্রিত
কুখ্যাত দুষ্কৃতী, ধর্ষনধারীর রাজা
যার বিচারে আজও দিল্লীর ঐ রাজ পথে
চেয়ে আছে কত অসহায় 'মা'
বিচার পাওয়ার আসায়
চলো পাল্টে দিই সেই সাম্রাজ্যবাদী পাটাতন ।।


আজ শাসকের কাল ঘুম ছুটে যায়
ভাবে বুঝি এই এল পালা বদল
তাইত আজ সরকার পথ দ্বারে
গুন গুন বাঁধে, ঢালাও চাওয়া পাওয়া
ভোট শেষে ভুলে যায়
গরিবের খাওয়া ।
ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও
সেই কাল ছাতি
আওয়াজ উঠুক দ্বারে দ্বারে
চলো পাল্টে দিই একছত্র সাম্রাজ্যবাদী  ।।


রচনাকাল-১৯.০৩.২১