বাপ গেছে পুরাণ আমার
খওয়া গেছে ভিটে ।
সওয়া দুই জমি ছিল
তাও লইল জুটে ।
রাজা মশাই চোখ রাঙায়
ছাড়তে হবে জমি
পা চাটুদের চাটতে হবে
নইলে ধরবে টুটি ।।


চুপ চুপ গব্বার আসছে
সালাম ফিরাও
নচেৎ গলায় চরবে দড়ি ।
ষাট হাজার বিঘা জমি
আরায় লাখে বেঁচবে
তাইতো তারা, কাঁচাঘর
অট্টালিকা গড়বে ।।
জোতদারের মাথায় হাত
এবার বুঝি গেল ভাত
অনাহারে মারবে ।।


দেবদূত অনাবাস ছিলনা আক্কেল
পাটির পিছন পিছনে
জাত গেল বিবেক গেল সলতে ।
রাজা মশাই, চেতন ফেরে
কর্মটি মটেও নয় ঠিক
দালালের খপ্পরে পড়ে
দিয়েছিলাম ভিক ।।


রচনাকাল -