(পূর্ব পুরুষের কথ্যনুয়ায়ী ঘোষেরা দুধে জল দেয় ; এটা তাদের ধর্ম।সেই নিয়মনুয়ায়ী আমাদের গ্রামের ঘোষেরা আহার পুকুরের ঘোলা জল দুধে মেশাত ।কারন এই পুকুরের জল দুধের মতনই ঘোলা। আর নিমগরে পুকুরের জল ছিল সচ্ছ ।)


আহারের জল ঘোলা ভাল
নিমগরের জল নয়;
ঘোষের চায় আহারের জল
দুধ কেন নয় ?
দুধেই জল নয় খোকা
জলে দুধ পায় ;
এটায় ঘোষের ধর্ম
তারা দুধ কি খায় ? ।।