' এক মুষ্টি দান '
মিরাজ সেখ


ফসল কাটিতে পারিনায়
প্রভু ! আমফানে ভাসিয়া লইয়া গেছে ।
পিতৃ টানে পিতা কৃপায়
গৃহের দ্বারে ।
হস্ত পেতেছি মাতে
এক মুঠো দান ।
দুই দিন জ্বলেনি উনুন;
দুধের শিশু ক্ষুদার জ্বালায়
জলকে করেছে দ্বার ।
ওষ্ঠে নাহি ওঠে অন্ন
পিতার কর্তব্য অকৃতকার্য ।
পেতেছি সাদা 'কাফন ' আমি
মেলিয়া ধরে ।
এক মুঠো দান দাও
করিব,' চড়ুই ভাতি ' ।।


বিঘা দুই চাষ জমি
দাদন লাইয়াছি
মহাজনে! আড়াই বস্তা
ধান ;
সুদ গণক করিবে গোলায় ।
খেতে নাহি জোটে অন্ন
সুদ দিতে দিতে
ভিটে মাটি ছত্র ছন্ন ।।


পিতৃ >ভূমি
দ্বার >আহার


রচনাকাল -26/9/20
সময়:10:00 pm