তোমাকে থামতে বলেছি
এখন তুমি থাম
বিশ্রাম লও, ওই মৃত বট বৃক্ষের তটে ।
সফলতার চূড়া আজ
অগ্নিপিন্ড হয়ে জ্বলছে ।
হয়ত তুমি জয় পাবে
কারও ত হয় পরাজয় ।
যার ওঠে সেই জানে যন্ত্রণার পীড়া
আর কত ?
এই ভাবেই কি জ্বলতে থাকবে;
মৃত শাবকের স্তূপ ?
হাতে হাত দিয়ে কি বসে থাকা যায় ?
সামনে এগিয়ে আসছে
ভয়ঙ্কর জ্বওয়ালামুখি
আরও আরও খুব কাছাকাছি ।