হে জোছনায় প্রীয় ভূমি
আজ বিদায় নেবার দিন
বহু বহু বর্ষ কাটিয়াছি নগ্ন
নিবারণ ছায়ায় ।
আজ শেষ বিদায় নেবার ক্ষণে
বাহিও না যেন অশ্রু ধারা
শোক বহন হৃদয়ে, গাহিও না মোর
কথন ;
আমি জানি এই মায়া
বড়ই উদাসীন পরিহাস্য ।
বিভূতির মাঝে সভার স্থলে
'কালঘুম' বড়ই অসহনীয়;
যেতে হবে সকলের তরে ।
জীর্ণ পাতা একদিন ঝরে যায়
নতুন পাতা উদিত আগমনে
হে দেবতা তোমার চরণ স্পর্শ করি
পাপমোচন ভস্ম করি
জ্ঞানে অজ্ঞানে দিও চির
বিদায় ।।


রচনাকাল -30/10/20
9:30 pm