সহজ সরল অবাধ শিশু
কাঁদছে ভীষণ তাই;
মাঠের পর মাঠ গেছে শুকিয়ে
চোখের জল কি পায় ?
জমির আলে বসিয়ে মাগো
করছে রোপন চারা ।
ছোট শিশু সে সব বোঝেনা
করে শুধুই কান্না ।
অভাব তার রান্না ঘরে
জোটেনি অন্ন ;
কেঁদে কেঁদে ভুলে যাবে
খাওয়া কি জন্য ?।


রচনাকাল -:12/09/20
সময়:9:30 pm