কলিক
মিরাজ সেখ
তারিখ:18/11/15
সময়: 8:00 pm


জন্মালে মরিতে হবে;
তুমি যদি ভাবো
আমি জন্মেছি
মরিবনা ।
তাহলে তুমি
কল্পনায় রয়েছ ।
জন্মালে একদিন ;
মরিতে হবেই ।
তাই তারে..
বলিব আমি
'এ জীবন শতবার
তোমার কাছে একবার
তুমি তোমার মতন
সাজিয়া লিও' ।
তুমি যদি ভাবো
এ সব বাতুলতা
মুখের গপ্পো
কর্নে স্বাদ
অমর রয়েছেন
' রবীন্দ্রনাথ '
তার বেলায় ?
যদি তুমি চাও
আমায় পূজিবে;
তাহলে পূজিও তাকে
যে তোমায় পুজিবে
ভাবিতে ভাবিতে শত
অমর রবে
কে বা রবি কে বা তুমি
অমর রবে ।।