দেওয়ালের পাঁজি কেলান্ডারটা
শেষ হয়ে এসেছে,
আজ তার প্রয়োজন শেষ ।
যেমন শিশুতোষেরা বেঁচে দেয়
বাড়ির ছিটিয়ে থাকা পরিত্যক্ত বস্তু,
ঐ আচার বিক্রি ওয়ালার খাঁচায়;
আচারের লোভে ।
আমাদের বিবেকটা ঠিক
বিক্রয় হয়ে যায়, অনেচ্ছাকৃতায় ।
আজ কত কষ্টের সিঁড়ি পার করে
এসে দাঁড়াইয়া আছি
রঙ্গিন সিনেমা হলের প্লাট ফর্মে ।
জানি আজ হয়ত চোখে রঙ্গিন সপ্ন
নেশার চশমা চোখে
নতুন বছরকে বরণ করার আভরণে ।
হাজারো প্রতিজ্ঞাবদ্ধ হয় ,
এগিয়ে যাবার,
সত্য নিষ্ঠা বিনয়ে ঢাকি আঁশ ।
কি পেলাম আর কি বা দিলাম ?
বিবেক শুন্য এই মন্দিরে
সভ্য সমাজের আঁচলে
বদ্ধ এই সমাজ
পুরাতনকে ফেলে দিতেই হবে
নতুন আগমনের বার্তায় ।।


রচনাকাল-3/2/21
930pm