সেই! দলিত;
যাদের অনাহারে
দুবেলা দুমুঠো খাবার
জোটেনা
যাদের নিয়ে
নিন্দুকরা রাজনীতি করে
অধিকার ত দূর
নিজেদের ভাবতেও শেখেনি
তারাত চাইনি  
এই সমাজ ।
যার নিজের মেয়ের
রক্তে ভেজা বস্ত্র
দেহে তুলে দিতে হয়
বলতে পার...
তাদের স্বাধীনতা কোথায় ?।
ঘটা করি, ১৫ই আগস্ট
পালন করি
তেরেঙ্গা লেহরাই;
বলতে পার
স্বাধীন কি হ্যায়?।
একদল পুঁজিপতি স্বার্থান্বেষী
আস্থা কুরের দল
আঙ্গিনায় এসে দাঁড়ায়
নেশাচর নিয়ে
শকুনের মত খুঁটে খুঁটে
মাংস খেতে চায়  ।
বলতে পার...
তাদের স্বাধীনতা কোথায়?।
যাদের আওয়াজ আজ
         রুদ্ধ;
কণ্ঠের তরোয়ালে
শুনতে চায়না আজ
ঐ ধ্বংশের সাংসদ ভবন
শুনতে চাইনা আজ
ঐ অপরাধির কারাগার
বিচার্য  হয়না
ঐ আদালতে
বলতে পার...
তাদের স্বাধীনতা কোথায় ?।


রচনাকাল -১৪/০৯/২০২০
সময়ঃ৯ঃ৩০Pm