আত্মাটা কাঁদেনা আর,
সুখিয়ে গেছে চোখের জল
যে মাটি ভেজার নয়
বয়ে গেছে নর্দমায়;
রক্তের বন্যায় ।
যে স্বামীকে আমি
ছুঁতে প্রযন্ত দেয়নি
পান্থা আজ পাঁজর
খনন করে
বলতে পার...
কোথায় সুখ পায় ?


যে প্রদীপের আলোতে
আনন্দ ভরে ছিল সকলে
সুখীর অত্যাচারে আজ হাহাকার
সূর্যটা অন্তগেছে
মনিকুটার ফোকরে ।
দুধ কলা দিয়ে
পুষে ছিলাম সর্প
দংশন করিল মোদের ।
আমরা যে 'রহিঙ্গা'
মুসলিম জাতি
কান্না আর কান্না
আমার হৃদয়ে জমানো
বেদনা;
একদিন প্রতিবাদ হয়ে উঠুক
এই জগৎ;
ঝড়ে যাক এই বিভেদ
আমরা ওরা
একই বৃন্দে ফোঁটা ফুল,
একই রক্তের শিশু ।।


রচনাকাল -18/09/20
10:00 pm