একে একে সবাই এসেছে
হইনি কিছুই
প্রকৃতি পরিবর্তন হলেও
হইনি সমাজ  ।
আমরা সকলের দোষ দিয়
আমরা কি
নিজের দোষ দেখি ?
কুড়ি পয়সার বিস্কুট
এখন পাঁচ টাকা;
সমাজ এখন নীলকান্ত মনি
মহাশূন্যে মুকুট মনি
তোমরা সকলেই সুধাও
রাস্তা কারোর নয়
হতে পারে সে মহাজন
হতে পারে তার অট্টালিকা
রাস্তা কারোর নয় ।।


যাদের মাথায় মুকুট মনি
সিংহাসনে বসে লাল চোখ রাঙায়
তারায়  রাস্তা খটকায়
লালসার ললনায় পথ ভটকায়
তুমি স্তম্ভিত লও
উচ্চ সেত্তা শির
পাণ্ডিত্য চেতনা বীর
তুমি মম অহিংসার পথিক
তুমি সুভাষ, মহাত্মাগান্ধী
নজরুল, রবীন্দ্রনাথ
তুমি ন্যায়দাতা
দেশ মাতার সৈনিক।


কেউ কি বলতে পার
সেই শিশুটি আজ কোথায় ?
তার বড়ই অভাব
তেরেঙ্গা উড়িয়ে সে বলুক
রাস্তা ছাড় বেয়াদফ
এ রাস্তা কারোর নয় ।


রচনাকাল -28/07/2020
9:30 pm