বুদ্ধিতে শ্রেষ্ঠ মানুষ; ভাবে রাজা
পণ্ডিত ভাবে আমি সেই জন;
বুদ্ধিতে বরিষ্ঠ ।
মোড়ল ভাবে পণ্ডিত
আমিই বুঝি শ্রেষ্ঠ,
বিচারে মেলায় বস্তু ।
নাপিত ভাবে ব্রাহ্মন
নেই ছুঁত মার্গ ।
সকলের মেরুকরণের রাজনীতি;
মেরুদণ্ডহীন প্রাণী ।
সত্যবাদী বাজেনা ঢোল
খালি কলসে আওয়াজ প্রকট
মানুষের ভগ্ন শিরদাঁড়া; লাফায় জোঁক ।।


রচনাকাল-18/04/21
10:00 pm