ক্রিকেটটা ভালই লাগে
রোজ যায় মাঠে
মা আমায় বকা দেন
যাসনে বাবু মাঠে ।।


সারাদিন খেলাধূলায়
পড়াশুনায় বসেনা মন,
পড়তে বোসে নয়নে ভাঁসে
বাইশ গজের দর্পন ।।


কত সপ্ন ছিল মাগো
সচিনের মতন হব ।
অভাব আমায় তাড়া করে
কেমন আজ হবে ?
কপাল যে মোর গরিবের ভিটে ।।


তোমার কথায় সত্যি মাগো
গরিবের ছেঁড়া কাঁথায়
কেমনে আসে স্বপ্ন ।।


ক্রিকেট ও হলোনা,
পড়াশুনাও হলোনা
আজ আমি দর্জি
পথে বসে সেলাই করি
জুতা পালিশ দর্জি ।।


রচনাকাল-19/03/21
10:00pm