ভেবেছিলাম কঠিন শব্দে একটা কবিতা লিখবো
ভেবেছিলাম ছন্দের ছড়া কাটবো...
কিংবা সমসাময়িক চিত্রে কবিতার ছবি আঁকবো
কে বলে আমি কবি না, তখন দেখবো !!


সকাল - দুপুর - চাঁদ - তারা - নক্ষত্র
কবিতায় এগুলো সর্বকালেই সর্বত্র...
শরৎ - হেমন্ত - বৃষ্টি কিংবা রোদ
পুরনো এসব ছেড়ে, এবার নেব শোধ !!


গাছপালা - পাহাড় অথবা দীঘল সমুদ্র
না নাহ, ওসব এখন আস্তাকুরের অভদ্র...
ভীর ঠেলা বাস - জ্যাম জট কি বেকারত্ব
সবকিছুই কবিরা কচলিয়ে আমসত্ত্ব !!


প্রেমপ্রীতি - ভালোবাসা - ছ্যেকা খাওয়া
এযুগে ওসব লিখলে পাবলিক দেবে ধাওয়া...
সব বাদ দিয়ে এবার আসবে আসল কবিতার আত্মা
প্রকাশিত হবে আমার কবি সত্ত্বা !!!


এবার নতুন কিছু ভাববো
খাতা কলমে যুদ্ধ বাধিয়ে লিখবো...


কিন্তু একি ! অসভ্য কলমটা ধরতেই
আটকে গেলাম সেই পুরনো কাসুন্দিতেই ।।