আমি অসীম আকাশের যেখানে খুশী ঘুরে বেড়াই
আদর্শ পৃথিবীর সাথে করবো কাঙ্ক্ষিত সন্ধি
প্রার্থনা করি, কখনো আবার প্রারম্ভে হারাই
কিন্তু এখানে আমি পরিমাপের কাছে বন্দি ।।


আমি কনফুসিয়াসের সাথে ছিলাম তাঁর শিক্ষায়
আমি মনোযোগ দিয়ে দেখেছি ব্রহ্মার বিচক্ষণতা
মোহাম্মাদ যখন মদিনার পথে, আমি তখন প্রতীক্ষায়
আমি কালে কালে দেখি যীশু ভক্তের সখ্যতা।।


আমি ছিলাম সেই শুরুর মুহূর্ত থেকে আশায় আশায়
আমি সূস্থির, এখানে থাকবো হাজার বিতর্কেই
কারন আমার শতাব্দী পুরনো জ্বলন্ত সত্তায়
সমাপ্তি বলে কিছু নেই...


(ছন্দের স্বার্থে সখ্যতা শব্দটি ব্যবহার করা হল, সঠিক শব্দ হল সখ্য। তবে এতেও ভাষাবিদদের দ্বিমত আছে)