অতটা আলো দেয়নি সকাল
যতটা দিলে খেলতো হেম,
অতটা সুবাস ছড়ায়নি ফুল
যতটা ছড়াবে ভেবেছিলেম।


অতটা উত্তাল ছিলো না সাগর
যতটা হলে বাড়তো ঢেউ,
অতটা সবুজ ছিলো না পাহাড়
যতটা দেখেই অবুজ কেউ।


অতটা নীল ছিলো না আকাশ
যতটা হলেই উদার বেশ,
অতটা মাতাল ছিলো না বাতাস
যতটা ভাসাতো এলো কেশ।


অতটা ভালো বাসেনি কেও
যতটা বাসলে মানুষ হতাম,
অতটা আবেগ দেয়নি সেও
যতটা স্বপ্ন দেখেছিলাম।