আমি ছেড়েছি পরা নীল শাড়ী
আমায় আর টানেনা জুয়ো
আমায় আর টানেনা সিঁড়ি
অতল গভীর জীবন কুয়ো।


আমি রাত্রে ঘোলা চোখে
বসে আর ভাবি না তোকে
আমায় আর টানে না ঘড়ি
কেনা স্বপ্ন -ঘুমের বড়ি।


আমি আর বাঁচি না গানে
কোন মিথ্যে পিছুটানে।
আমার বুকের ওঠানামা
আমার হৃদঘড়ি ধুক পুক
আমি স্বভাব দোষে বাঁচি
আমায় আর টানে না সুখ।


আমার চোখ ভেজে না জলে
আমার বুক পাথুরে জমি,
আমার ভেতর বাড়ি ফাঁকা
মন, ডাক শোনে তাই কম ই।


আমার শীতল জলে আমি
আজ ডুবসাঁতারে নামি,
আমার আকাশ ভীষণ কালো--
আমায় আর টানেনা আলো।


কারো ফরমায়েশি ছাঁচে
কেউ অন্য হয়ে বাঁচে
তোর স্বপ্ন ভীষণ ভারী
আমি আদতেই আনাড়ি।


আমি স্বপ্ন থেকে দূরে...
আমি ক্লান্ত ভবঘুরে...
আমি হাঁটব বলেই হাঁটি...
শেকড় আর খোঁজে না মাটি।