পথের পাশে খেলছে কজন অবুঝ শিশুর দল
চোখে মুখে প্রত্যয় আর খুশি প্রাণোচ্ছল,
কেউ নিলো টুকরো দড়ি কেউবা টুকরো কাঠ
রাজাকারের ফাঁসি দিচ্ছে পিচ্চি গোটা আট।


জেলার-জল্লাদ তৈরি হলো কেউবা ডাক্তার
ছোট্ট কাঠের টুকরো হলো দেল্যু রাজাকার,
হুজুর সেজে একজন আগেই করেছে ঝারফুখ
কালো কাপড়ে ঢাকা পরল রাজাকারের মুখ।


ঘড়িবিহীন হাতটাতে সময় দেখছে ছোট্ট ম্যাজিস্ট্রেট
রূমাল ফেললেই রাজাকারটি ঝুলবে এস্ট্রেইট,
দড়িতে ঝুলিয়ে হল কাঠ দেল্যুর ফাঁসি
খিলখিলিয়ে উঠলো এবার ষোল চোখের হাঁসি ।।