মানুষের জীবন থেকে সবকিছু হারিয়ে গেলেও
স্বপ্নটাই হয়ে থাকে তার একমাত্র সাথী।
মনের চাওয়া পাওয়াগুলো হারিয়ে যায়
হারিয়ে যায় চোখের জ‌্যোতি।
জীবন তখন হয়ে যায় এলোমেলো
মনটা ভাবে কি হতে কি হয়ে গেলো?
এভাবেই নিঃসঙ্গ মানুষের কেটে যায় দিন
রঙ্গীন স্বপ্নটা হয় আঁধারে বিলীন।


হয়তোবা কখনও কারও স্বপ্ন হয় পূরণ
পৃথিবীটাকে মনে হয় তার রঙ্গীন ভুবন
জীবনে সবার কত সুখ-দুঃখ থাকে
স্বপ্নটাই মানুষকে বাঁচিয়ে রাখে।
জন্ম থেকে মৃত‌্যু পার্যন্তই
স্বপ্ন চোখে ভাসে।
অনেকের জীবনে আবার
স্বপ্ন সত‌্যি হয়ে আসে।


জীবনটাকে সুন্দরভাবে গড়ার জন্য
মানুষের কত আশা
কখনও হয় তা পূরণ
আবার কখনও বা হয় নিরাশা।


আনন্দ বেদনা সবার জীবনেই দোলে
তারপর হঠাৎ একদিন
সবাইকে ফেলে চিরতরে যায় চলে।
স্বপ্নটা তখন ভেঙে হয়ে যায় খান খান
কারও মাঝে আবার স্বপ্ন
হয়ে রয় চির অম্লান।