কালো ঘোর অন্ধকার
যার প্রতিটি বাজে বাজে
নখুন মাংসাশী থাবা।
১৯৭১ এর সেই রাত
যে রাতে আমার জন্ম,
আমার নাম মুক্তিযুদ্ধ।
সে রাতে শশী করেও নয়,
কোন ঝি ঝি পোকারা
জ্বলেনি, শুনিনি কোনো
রাত জাগা পেচাঁদের গুন্জন।
বাতাসে অক্সিজেন শুধু কমেছে,
সে রাতেই আমার জন্ম।
আমি চোখ মেলেই দেখিছি
কালো আধারের মাঝে
বারুদে ঘর্ষন স্পুলিং।
অামি শুনেছি হাহাকার, ক্রন্দন
এর মাঝেও তীব্র বিদ্রোহী হাওয়া।
সে রাতেই আমার জন্ম
আমার নাম মুক্তিযুদ্ধ।