আমি এক অচেনা সত্তার কথা বলছি।
যে সত্তা তোমার আমার ভিতরে আদিম বাস।
শিশু সুলভ হাসি খেলা তার,
মান অভিমানে রাঙ্গা।
ক্ষনে  মেঘ, ক্ষনে বৃষ্টি
কখনো বা বৈশাখী মাতন্ড,
ধংসলয়ের কম্পন।
শ্রাবনের বাধ ভাংগা প্রলয়
শরতে সে শুভ্র শান্ত ছেলে,
বসন্তে যেন বেকুল প্রেমিক,
কোকিল সুরে প্রেয়সীর পথ পানে।
কখনো বা বিবর্তিত ভিন্ন রুপ,
যেন অনাদিকাল ধরে
অন্ধ গৃহ কোনে বদ্ধ কুনোব্যাঙ।
কিংবা বৃষ্টিভেজা লাউের ডগায়
অাটকে থাকা সাদা মাছি।