তোমাকে আমি পেয়েছি,
বিকেলের ছাঁদে দাড়িয়ে
অনুভবে মৃদু সমীরন।
অঙ্গ মেলে বিহঙ্গের
শূন্যে অবগাহন।
আমার মনের জলদীর
রাশি রাশি উপচে পড়া জল
ভালোবেসে ছুঁয়েছে তোমার কূল।
কোনো রাতের আলোকিত শশী শোভন
তোমার মাঝে এঁকেছি।
পেয়েছি তোমায় লেকের পাঁড়ে
একা বসে আমার ভাবনায়।
কখনও বা, দীর্ঘ জ্যামে আটকা পড়ে
ট্রাফিকের শেষ হুইশেলে।
খুঁজেছি, মাধবকুণ্ড নির্ঝর মায়াজালে।
পেয়েছি তোমায়, বহু কামিনীতে
এক্‌ই রূপে বহু বার।