আমি সময়ের কথা বলছি
যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে,
তুমি আমি ঘুমের অতলে লুটাই,
হয়ত তখনো কেউ একজন
সময় পরিভ্রমণ করে
অতীত থেকে আজ কিংবা
অনাগত দিনে।
সময় তখন এক নিস্বার্থক বিচারক।
সে তখন  অনুতাপ, মনদহনে
দন্ডভোগ শেষের নিষ্পাপ শিশু
যার এক খানা হাত প্রয়োজন
বন্দুর পথ চলতে,
হোচট খেয়ে উঠে দাঁড়াতে।
সময় সেই বিচারক
যে তোমাকে আমাকে
এক কাঠগড়ায় দাড় করে দেয়।
যেখানে হিংসা, ভালোবাসা একসাথে থাকে
শুধু বেছে নেয়াটা আমাদের হাতে।