এই যে শহর নিরব হলে তোমায় খুঁজি
তুমি কি এই রাতের আধার বোঝো?
আকাশের তারাগুলো দেখে,
কোনো স্মৃতি স্মরণে,
চোখ বুজে আমাদের খোঁজো?


গান যে লিখো "কবিতারা" জুড়ে,
বইয়ের উপন্যাস পড়েছো যতগুলো,
তুমি কি ভুলেই যাও বারেবার,
বৃষ্টির পরের অস্তিত্ব হারায় রাস্তার জমা ধূলো!


চৈত্র কত এলো গেলো,
অমাবস্যায় ঢাকা আকাশ,
কত চোখ দেখা হলো,
একবারই দেখেছিলাম এক জোড়া সর্বনাশ!